খুলনা প্রতিনিধি: খুলনায় মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত রনি সরদার নগরীর টুটপাড়া এলাকার মৃত আব্দুর রব সরদারের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে দুর্বৃত্তরা রনির ডান কানের নিচে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি কামাল হোসেন বলেন, নিহত রনি নগরীর টুটপাড়া ও নদীর ওপার রূপসার রেললাইনের কাছে থাকত। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া