বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরনখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার ভোরে উপজেলার বন সংলগ্ন দক্ষিন সোনাতলা গ্রামে আঃ বারেক মুন্সী (৫২) নামের এক কৃষককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। মুমুর্ষ অবস্থায় ওই কৃষককে (সোমবার) সকালে শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্য ভর্তি করা হয়।
আহতের পরিবার জানায়,ঘুর্ণিঝড় বুলবুলের পর পানি নিস্কাশনের জন ওই কৃষকের ভোগ দখলীয় ১০ নং সোনাতলা মৌজার ৪৯১৫ নং দাগের এক একর চল্লিশ শতক জমির কিছু মাটি খনন শুরু করেন।
এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ মজিদ ফকির (৫০),তার স্ত্রী রাবেয়া (৪২), ছেলে সায়েম ফকির (৩৫), মিরাজ ফকির (২৫) ,পুত্র বধু ফতেমা (২৫) সহ ৫/৬ জন একজোট হয়ে বারেক মুন্সীকে এলো পাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।
এসময় ওই কৃষকের স্ত্রী পিয়ারা বেগম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করেন হামলাকারীরা। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়।
এবিষয়ে মজিদ ফকিরের সাথে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
আইএনবি/বিভূঁইয়া