কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫ মিলি-এর মোট ৯ বোতল সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) সদস্যরা।
সোমবার (২৮অক্টোবর) রাত ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া-পাবনা মহাসড়কের উপজেলার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই সাপের বিষ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৬ লক্ষ ২৫ হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭বিজিবি) অধিনায়ক জানান, বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দৌলতপুর হতে কুষ্টিয়াগামী আল আমিন পরিবহন (রেজিঃ নং রাজবাড়ী মেট্রো-জ-০৪-০০০৮) বাসে মাদকের একটি চালান কুষ্টিয়ার দিকে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিমুলতলা বাসস্ট্যান্ড হাইওয়ে এলাকায় অবস্থান নেয়।
পরবর্তীতে বাসটি থামলে বিজিবি সদস্যরা বাসে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৫ এমএলের ৯ বোতল সাপের বিষ (০.২২৫ এমএল) উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ৪৬ লক্ষ ২৫ হাজার টাকা।
এ ব্যাপারে বিধি অনুযায়ী কুষ্টিয়ার মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া