কুমিল্লায় গুলিতে সংবাদকর্মী নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তের শঙ্কুচাইলে মহিউদ্দিন সরকার নামে এক সংবাদকর্মী গুলিতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

তিনি কুমিল্লার স্থানীয় পত্রিকা দৈনিক কুমিল্লার ডাক এর স্টাফ রিপোর্টার ও আনন্দ টিভি সাবেক বি-পাড়া প্রতিনিধি ছিলেন। মহিউদ্দিন সরকার বি-পাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ সরকারের ছেলে।

ভারতীয় সীমান্ত এলাকার বুধবার রাতে মাদক কারবারীদের গুলিতে তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন বলেন, ‘হাসপাতালে তাকে রাতে সাড়ে ১০টার দিকে নিয়ে আসা হয়। তার শরীরে ৪/৫টি গুলিবিদ্ধ ছিল। আমরা তাকে মৃত অবস্থায় পাই।’

আইএনবি/বিভূঁইয়া