কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আইএনবি ডেস্ক:রাজধানীতে গতকাল রোববার রাতে কারওয়ান বাজার মাছের আড়ৎ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৭) মৃত্যু হয়েছে।

জানা গেছে, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী ভুইয়া তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছের আড়তের এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

তবে কোন ট্রেনের নিচে, কীভাবে তিনি কাটা পরেছেন তা জানা যায়নি। এ ব্যাপারে আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে খোঁজখবর নেওয়া হচ্ছে। পাশাপাশি নিহতের পরিচয় পাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আইএনবি/বিভূঁইয়া