মৌলভীবাজার প্রতিনিধিঃ দীর্ঘ দিন পর অন্ধকার জীবন যাপনের পর মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগানের ৩৮০টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন করেন মৌলবীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, সরকারের ধারাবাহিকতার অংশ হিসেবে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের বিভিন্ন পল্লীতে বিদ্যুৎ বঞ্চিত গ্রামগুলোতে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় প্রায় ৮২ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ লাইন নির্মাণ করে ৩৮০টি পরিবারকে বৈদ্যুতিক মিটার সংযোগ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পবিস কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম, জনপ্রতিনিধিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এই বিদ্যুৎ লাইন উদ্বোধনের ফলে ৩৮০টি চা শ্রমিক পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো।
আইএনবি/বিভূঁইয়া