এনসিপির নাম নিয়ে আপত্তি, নির্বাচন কমিশনে চিঠি

আইএনবি ডেস্ক: বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি) নামক একটি দল আপত্তি জানিয়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম ‘এনসিপি’ নিয়ে । নির্বাচন কমিশনে এ আপত্তির কথা জানিয়েছে সিটিজেন পার্টি।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন। যার নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি, সংক্ষিপ্ত নাম বলা হয়েছে এনসিপি।

দলটির নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম। তবে এ সংক্ষিপ্ত নাম নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি) নামক একটি দল। দলটির মহাসচিব শাহরিয়ার খান আবির খান নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে বলেন, “জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হওয়া উচিত ‘জেএনপি’। কিন্তু দেওয়া হয়েছে ‘এনসিপি’, যা সঠিক নয়।

আপত্তির কারণ হিসেবে বিসিপির মহাসচিব বলেন, ‘কারণ নাম (নাউন) যে ভাষায় লেখা হোক না কেন, তার কোনো পরিবর্তন হয় না।’

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ‘আমরা আইন ও বিধি অনুযায়ী বিষয়টি পরীক্ষা করে সিদ্ধান্ত নেব।’

আইএনবি/বিভূঁইয়া