উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারে উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ সেলিম (৩০) উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের মৃত নূর আহমেদের ছেলে। র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি শীলেরছড়া এলাকায় অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। সে সময় সন্দেহজনক ২-৩ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১টি বন্দুক ও ৫টি গুলি পাওয়া যায়। আটক সেলিম রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীয় অপরাধী চক্রের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া