ইয়াবাসহ যুবক আটক

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম সংগীয় ফোর্স সহ পৌরসভার সুইচ-গেইট এলাকা থেকে অভিযান চালিয়ে ৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মমিন (২৩) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মমিন উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সেলিমের ছেলে।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বজলার রহমান জানান, মমিন নামের এক যুবককে পাঁচ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।

বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ভোলা কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া