ইসরায়েলে রকেট হামলায় আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে রকেট হামলায় ৩ জন নাগরিক আহত হয়েছে। টাইমস অব ইসরায়েলের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া একটি রকেট আশকেলন শহরের একটি বাড়িতে আঘাত হানে। এই ঘটনায় আহত তিনজনকে দক্ষিণ ইসরায়েলের একটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলি নিউজ ওয়েবসাইটটি আশকেলনের বারজিলাই হাসপাতালের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। আহতদের অবস্থা ভালো বলে জানিয়েছে তারা।

এদিকে রাফাহ থেকে নতুন করে ফিলিস্তিনি বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল রাফাহ থেকে সরে যাওয়ার ইসরায়েলের সর্বশেষ আদেশের সমালোচনা করে বলেছেন, বেসামরিক লোকজনকে ‘অনিরাপদ অঞ্চলে’ সরিয়ে নিতে বাধ্য করা অসহনীয়।

দক্ষিণাঞ্চলীয় শহরটিতে স্থল হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই পদক্ষেপ ‘ইতোমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে’।

এর আগে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল নতুন করে সরিয়ে নেওয়ার আদেশকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছিলেন। অন্যদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, রাফায় স্থল আক্রমণ ‘নিরপরাধ বেসামরিক মানুষের অবিশ্বাস্য প্রাণহানি’ ঘটাবে।
সূত্র : আল জাজিরা

 

আইএনবি/বিভূঁইয়া