আইএনবি ডেস্ক: আওয়ামী লীগের উপ-কমিটিতে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে সদস্য করার নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার এ নির্দেশ দেন তিনি।
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে আসেন মাহিয়া মাহি। তখন তিনি রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করেন। এ সময় দলের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সামনে উপ-কমিটি হবে, তাকে যে কোনো উপ-কমিটিতে রেখে দিও।’
এ সময় ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা মাহিকে সংস্কৃতিবিষয়ক উপ-কমিটিতে রাখার কথা বলেন। তাতে সায় দেন ওবায়দুল কাদের।
এ বিষয়ে মাহিয়া মাহি বলেন, ‘আমাকে সংগঠনের জন্যে কাজ করতে বলা হয়েছে।’
আইএনবি/বিভূঁইয়া