আনিসুজ্জামান চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

আইএনবি ডেস্ক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে । অ্যাকাউন্ট ফ্রিজ করার তালিকায় আরও আছে আনিসুজ্জামানের স্ত্রী ইমরানা জামান চৌধুরী ও সন্তান আনিছা জামান। সোমবার সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

জাভেদ ও আনিসুজ্জামান পরিবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে হাজার-হাজার কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে বিএফআইইউ। দেশেও তারা বিপুল সম্পদ গড়েছে।

এর আগে ইউসিবির পরিচালনা পর্ষদ জাভেদ পরিবার মুক্ত করে বাংলাদেশ ব্যাংক।

আইএনবি/বিভূঁইয়া