আইএনবি বিশেষ প্রতিনিধি: আগামিকাল বুধবার (৫ জানুয়ারি) ঢাকা- সাভার উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাভার উপজেলার দ্বীপ ইউনিয়ন কাউন্দিয়ায় বহিরাগতদের উপস্থিতিতে নির্বাচন পরিস্থিতি থমথমে অবস্থা । বহিরগতদের অনুপ্রবেশ ঠেকাতে প্রসাশনের কঠোর অবস্থান । এই ইউনিয়নে প্রবেশের একমাত্র যান নৌকা ।
প্রসাশনের নির্দেশে আজ রাত দশটা থেকে যাত্রী পারাপারের সকল নৌ পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে । তুরাগ নদী বেষ্টিত দ্বীপ ইউনিয়ন কাউন্দিয়া চার পাশে বেড়েছে নৌপুলিশের টহল । নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনকারি কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না এবং সাধারণ ভোটারদের ভয় ভীতি না পেয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার প্রতিশ্রুতি দেন প্রসাশনের ।