সিলেট প্রতিনিধি:সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় রোববার (১২ জানুয়ারি) বেলা ১টায় সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ মডেল থানার সামনেএম্বুলেন্সের ধাক্কায় মিন্টু আহমদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত যুবক গোলাপগঞ্জের উত্তর ঘোষগাঁও গ্রামের সাবেক পৌর কাউন্সিলর ইউসুফ আলীর ছেলে। তিনি গোলাপগঞ্জের লেক ভিউ ক্লিনিকে কর্মরত ছিলেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে এম্বুলেন্সটি থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া এম্বুলেন্সের চালককেও আটক করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া