বিনোদন ডেস্ক: অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন দাম্পত্য জীবনের ৪৬ বছর পার করলেন। প্রায় পাঁচ দশক একসঙ্গে থাকার পরও বলিউডের এই কিংবদন্তী জুটিকে বলিউডের নানা অনুষ্ঠানে অথবা টক শোতে একে অপরের সঙ্গে হাসি, মজা , খুনসুটিতে করতে দেখা যায় । এরকমই এক শোয়ের ভিডিও ভাইরাল হয়, যেখানে জয়া অমিতাভকে তাঁর তৃতীয় সন্তান বলে সম্বোধন করছেন।
ভিডিওটি প্রায় ৩৫ বছর আগের। অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চন তখন খুবই ছোট। ছেলে মেয়েকে সময় দেবেন বলে সেই সময় জয়া কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নিয়েছিলেন। সেই সময়ে বিবিসি-র একটি সাক্ষাৎকারে যখন জয়াকে তাঁর ওই বিরতি নিয়ে প্রশ্ন করা হয় তখন এই মন্তব্য করেন জয়া। অনুষ্ঠানের স়ঞ্চালককে জয়া মজার ছলে বলেন ‘‘আমায় তিনজন শিশুকে বড় করতে হচ্ছে।’’ ইঙ্গিতটা ছিল অভিষেক, শ্বেতা এবং অমিতাভের দিকেই। পরে বিগ-বিও বলেন যে জয়া তাঁকেই তৃতীয় সন্তান বলে সম্বোধন করছেন।
শুক্রবার ৭৭ বছরে পা দিলেন অমিতাভ। বিশেষ দিনটি পরিবারের সকলের সঙ্গে কাটালেন। বিগ-বি’কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর বাসভবনের সামনে হাজির হয়েছিলেন অসংখ্য ভক্ত।
আইএনবি/বিভূঁইয়া